শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে পাহাড় কেটে অবকাঠামো উন্নয়নকরায় একটি ক্লাবকে জরিমানা

বশির আলমামুন, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরে পাহাড় কাটার অভিযোগে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় শুনানি শেষে এ জরিমানা করে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহ্রীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক খুলশী ক্লাবসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান, খুলশী ক্লাবসংলগ্ন পাহাড়ি ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলশী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাহাড়/টিলা কেটে ক্লাব সীমানায় ভেতরে অবকাঠামো উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে।’

দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানিতে টিলা শ্রেণির ভূমি সরকারের অনুমোদন ছাড়া ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড়/টিলা কাটার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করেছে। এজন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারায় সর্বমোট ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, একই ঘটনাস্থলে ৬ হাজার ৫৬০ ঘনফুট পাহাড় কাটার দায়ে খুলশী ক্লাবের বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩/৪২। একই স্থানে গত বছরের ১৩ ফেব্রুয়ারি পুনরায় ১ লাখ ৯৩ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার দায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩১/৬৩।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION