বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম হৃতিক রোশন ও সাবা আজাদ। অনেক দিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন। নানা সময় একসঙ্গে জনসম্মুখে দেখা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি ‘ওয়ার ২’ ছবির শুটিং শেষ করে দুজনে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন।
কীভাবে এই সম্পর্কের সূচনা হয়েছিল? কীভাবে সাবা আজাদ এলেন হৃতিকের জীবনে? জেনে নিন তাদের প্রেমের শুরু থেকে সাবার আয় ও ক্যারিয়ার সম্পর্কিত বিস্তারিত তথ্য।
ভারতের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া থেকে শুরু হওয়া এক গল্প এখন বলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে। সাবা আজাদ ও হৃতিক রোশনের মধ্যে প্রথম যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-এর এক খবরে বলা হয়, একবার হৃতিক সাবার একটি ভিডিও দেখে প্রশংসা করে তা নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন ও লাইক দেন। সেই পোস্টের জবাবে সাবা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই তাদের মধ্যে সরাসরি বার্তার মাধ্যমে আলাপ শুরু হয়।
সেই আলাপ ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে। সেখান থেকেই প্রেম। এরপর থেকে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায় চলচ্চিত্র প্রদর্শনী, দুপুরের খাবারের সময়, ছুটি কাটাতে কিংবা পারিবারিক অনুষ্ঠানে। একে অপরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভালোবাসা প্রকাশ করেন তারা। জন্মদিন থেকে শুরু করে ছুটির ছবি সবই শেয়ার করেন।
হৃতিক ও সাবা আজাদের সম্পর্ক তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। ২০২৪ সালের অক্টোবর মাসে তারা তাদের সম্পর্কের তিন বছর পূর্ণ করেছেন। তবে এই সম্পর্ক নিয়ে প্রথম মুখ খোলেন ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে তারা একসঙ্গে হাজির হয়ে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।
হৃতিকের পরিবারের সঙ্গেও সাবার ভালো সম্পর্ক। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সাবাকে দেখা যায় হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে।
কেই এই সাবা আজাদ? তার মূল নাম সাবা সিং গ্রেওয়াল। তার বাবা একজন পাঞ্জাবী শিখ, মা কাশ্মীরের মুসলিম। দুই ধর্ম ও সংস্কৃতির মধ্যেই তিনি বেড়ে উঠেছেন। একজন নাট্যাভিনেত্রী, নির্দেশক, ভয়েস ওভার শিল্পী ও সংগীতশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। বলিউডে প্রথম মুখ্য চরিত্রে দেখা যায় তাকে ২০১১ সালের সিনেমা ‘মুজসে ফ্র্যান্ডশিপ করোগে’তে। সেখানে তার সহশিল্পী ছিলেন সাকিব সেলিম। এছাড়া তিনি অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লেডিজ রুম’, ‘রকেট বয়েজ’ ও ‘হু ইজ ইউর গাইন্যাক’-এও।
সংগীতের জগতেও সাবার রয়েছে স্বতন্ত্র পরিচিতি। তিনি ‘ম্যাডবয়/মিঙ্ক’ নামের একটি ইলেকট্রনিক ব্যান্ডের সদস্য। সেখানে তার সঙ্গে রয়েছেন নাসিরউদ্দিন শাহ ও রত্না পাঠক শাহর পুত্র অভিনেতা ইমাদ শাহ।
ভয়েস/আআ