বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দীঘি। চিত্রনায়িকা হিসেবে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে দীঘির, এগুলোর কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। ফলে দীঘিকে নিয়ে দিন দিন অনীহা তৈরি হয় দর্শক মহলে। এমনকি বিভিন্ন কারণে নির্মাতাদের কাছেও আস্থা হারান এই উঠতি নায়িকা। যেখানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা ক্রমশ কমে আসছে, দীঘি সেখানে বাদ পড়ছেন একের এক সিনেমা থেকে।
এবার সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সরকারি অনুদানের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা। এবারই প্রথম নয়, এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা। বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে।
‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার বিষয়টি জানতে দীঘির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কল ও খুদে বার্তার কোনো উত্তর মেলেনি। তবে ছবির পরিচালক সাদেক সিদ্দিকী তার ছবি থেকে বাদ পড়ার কারণ হিসেবে বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’
ইঁদুর শিকার করে রেস্তোরাঁর ‘খরচ মেটাল’ বিড়ালইঁদুর শিকার করে রেস্তোরাঁর ‘খরচ মেটাল’ বিড়াল
তখন ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন। ‘সুড়ঙ্গ’ ছবিতে বাদ পড়ার সময়ও দীঘিকে অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফী। তবে ‘দেনা পাওনা’র পরিচালক স্পষ্ট করে বলেন, ‘না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।’
উল্লেখ্য, চিত্রনায়িকা হিসেবে দীঘির প্রথম অভিষেক ঘটে ২০২১ সালের ১২ মার্চ ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে। এটি পরিচালনা করেন দেলোয়ার জাহান ঝন্টু।
ভয়েস/আআ