বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কোরআনের বয়ানে সফল যারা

মুফতি আহমাদুল্লাহ মাসউদ:
কোরআনের বয়ানে সফল যারা
আজকের পুঁজিবাদী সমাজে আমাদের কাছে সফলতার মানদণ্ড সীমাবদ্ধ হয়ে পড়েছে চাকরি, ব্যবসা, অর্থ-সম্পদ, পদ-পদবি, গাড়ি-বাড়ি আর বাহ্যিক চাকচিক্যে। যেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগবিলাসই সফলতার একমাত্র মাপকাঠি। কিন্তু আল্লাহর কিতাবে সফলতার সংজ্ঞা একেবারেই ভিন্ন। কোরআন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সফলতা মানে দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্য নয়। সফলতা মানে কাঁড়ি কাঁড়ি টাকা ও উঁচু উঁচু দালান নয়। বরং সফল হলো ওই ব্যক্তি যে, বিশ্ব জাহানের অধিপতি আল্লাহর নিকট প্রিয়। সফল তো সেই, যে আল্লাহর নিকট সফল।

প্রকৃত সাফল্য সেই চিরন্তন সাফল্য, যা কবরের আঁধারে আলো জ্বালাবে। হাশরের ময়দানের দুশ্চিন্তা দূর করে জান্নাতের দরজা খুলে দেবে। যে সাফল্যে নেই কোনো শেষ, নেই কোনো ভগ্নতা, বরং থাকবে অনন্ত শান্তি, চিরস্থায়ী সুখ আর রবের সান্নিধ্যের অপার আনন্দ।

কোরআনে সফলতা : কোরআন যাকে সফলতা বলেছে, তাই একমাত্র সফলতা। এর বাইরে মানুষ যাকে সফলতা মনে রাতদিন এক করে দৌড়াচ্ছে, তা প্রকৃত সফলতা নয়। দূর থেকে ঝলমল করে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় শূন্য মরুভূমির ঝলসে দেওয়া গরম বাতাস ছাড়া আর কিছুই নয়। কোরআনের বয়ানে যারা সফল তাদের তুলে ধরা হলো।

জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে : মানুষের জীবনের আসল ও চূড়ান্ত সফলতা হলো, পরকালে জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভ এবং জান্নাতের চিরন্তন বাগিচায় প্রবেশ করা। মহান আল্লাহ বলেন, ‘প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তিকে জাহান্নামেরে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই একমাত্র সফলকাম। দুনিয়ার জীবন তো প্রতারণার সামান্য ভোগ-বিলাস ছাড়া আর কিছুই নয়।’ (সুরা আলে ইমরান ১৮৫)

যাদের আমলের পাল্লা ভারী হবে : যাদের নেক আমল কেয়ামতের দিনে ওজনের পাল্লায় ভারী হবে অর্থাৎ যারা ইমান নিয়ে দুনিয়াতে জীবনযাপন করেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, সৎকর্ম ও মানবকল্যাণে কাজ করেছে। তাদের সৎকর্ম গুনাহকে ছাড়িয়ে যাবে, ফলে আল্লাহর রহমতে তারা জান্নাতে প্রবেশ করবে। এভাবেই তারা সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যাবে। মহান আল্লাহ বলেন, ‘যাদের আমলের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম।’ (সুরা মুমিনুন ১০২)

যারা নামাজ আদায় করে : মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং কল্যাণকর কাজ সম্পাদন করো, হয়তো তোমরা সফল হবে।’ (সুরা হজ ৭৭)

যারা তওবা করে : মহান আল্লাহ বলেন : ‘হে ইমানদারগণ! তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা নুর ৩১) সফল সেই ব্যক্তি, যে গুনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসে এবং তার রহমতের ছায়ায় আশ্রয় নেয়।

যারা বিশুদ্ধ আকিদার অধিকারী : মহান আল্লাহ বলেন, ‘যারা ইমান আনে তাতে, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে। আর আখেরাতের প্রতি তারা বিশ্বাস রাখে, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত এবং তারাই সফলকাম।’ (সুরা বাকারা ৪-৫)

যারা কল্যাণের আহ্বান করে : যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। যারা সৎকাজের আদেশ করে, অসৎকাজ থেকে নিষেধ করে তাদের আল্লাহ সফলতার অধিকারী বলেছেন। কোরআনের ভাষায়, ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে, তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান ১০৪)

যারা দান করে : যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে এবং নিজের নফসের কৃপণতা থেকে বেঁচে থাকে, সেও সফলকাম। আল্লাহ বলেন, ‘আর তোমরা দান-খয়রাত করতে থাকো, যা তোমাদের নিজেদের জন্যই উত্তম। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির লোভ থেকে রক্ষা পায়, তারাই হলো সফলকাম।’ (সুরা তাগাবুন ১৬)

আসল সফলতা কোনোভাবেই দুনিয়ার চাকচিক্য আর পদ-পদবি অর্জনের নাম নয়। দুনিয়ার পদমর্যাদা, ধন-সম্পদ, খ্যাতি কিংবা বিলাসিতা, এই সবই ক্ষণস্থায়ী। আজ যে ধনসম্পদ, যে সৌন্দর্য, যে মর্যাদা নিয়ে মানুষ গর্ব করে, কাল তা মাটির নিচে চাপা পড়ে যাবে। আজ যে প্রাসাদ, গাড়ি, জমি কিংবা ব্যবসা নিয়ে মানুষ নিজেকে সফল মনে করছে, কাল তার মালিকানা বদলে যাবে। দুনিয়ার এ সফলতা কোনো কাজে আসবে না। কিন্তু আখেরাতের সফলতা চিরন্তন, অবিনশ্বর। কোরআনের ভাষায়, ‘যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল।’ (সুরা আলে ইমরান ১৮৫) এর থেকে স্পষ্ট হয়ে যায়, আসল সফলতা হলো জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। জান্নাত হলো আল্লাহর চিরন্তন পুরস্কার, যেখানে থাকবে শান্তি, নিরাপত্তা, সুখ ও অনিঃশেষ আনন্দ। সেখানে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই কষ্ট। আছে শুধু শান্তি, প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION