বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পূজা উদ্বোধনে কোন তারকা কত টাকা নেন?

বিনোদন ডেস্ক:

দুর্গাপূজার খুব বেশি দিন বাকি নেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যিতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। পশ্চিমবঙ্গের বড় থেকে ছোট ক্লাবগুলো শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয়, বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।

প্রতি বছরই ওপার বাংলার ক্লাবগুলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন করিয়ে থাকে। এজন্য গুণতে হয় মোটা অঙ্কের অর্থ। তবে এই পারিশ্রমিকের পরিমাণ তারকাভেদে ভিন্ন হয়ে থাকে। চলুন জেনে নিই, পূজা উদ্বোধন করতে কলকাতার কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন—

পূজা উদ্বোধনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম পারিশ্রমিক নেন টিভি পর্দার তারকারা। টলিউড কুইন কোয়েল পূজা উদ্বোধন করতে ৫ লাখ রুপি নিয়ে থাকেন। তার চেয়ে কিছুটা কম পারিশ্রমিক দাবি করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে দাবি করেন—“পূজা উদ্বোধন করতে দেব নিয়ে থাকেন ৩ লাখ রুপি। ‘লেডি সুপারস্টার’ অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি নিয়ে থাকেন ৩ লাখ রুপি। অন্যদিকে, মিমি চক্রবর্তী পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন আড়াই লাখ রুপি।”

শ্রাবন্তী চ্যাটার্জির ক্ষেত্রে পারিশ্রমিক নেন দুই লাখ রুপি। অঙ্কুশ হাজরাও পূজা উদ্বোধন করেন দুই লাখ রুপিতে। অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি পারিশ্রমিক নেন দেড় রুপি। যশ দাশগুপ্তর পারিশ্রমিকও দেড় লাখ রুপি। শাকিব খানের নায়িকা দর্শনা বণিক নেন ৭০ হাজার রুপি।

এ তো গেল বড়া পর্দার হিসাব। ছোট পর্দার তারকারা কতটা পারিশ্রমিক নেন? এটা নির্ভর করে টিআরপির উপরে। যে ধারাবাহিক নাটকের টিআরপি যত বেশি, তার দর ততটা। পূজার প্রায় তিন মাস আগে থেকে তারকাদের খোঁজ পড়ে ক্লাবে-ক্লাবে। একসঙ্গে প্রায় ৫০ জন ছোট পর্দার তারকাদের উদ্বোধন কিংবা স্টেজ শো ম্যানেজ করে থাকেন এক ব্যক্তি।

গণমাধ্যমটি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছে। ছোট পর্দার তারকাদের পূজা উদ্বোধনের বাজেটের তালিকা জানিয়েছেন তিনি। ‘জগদ্ধাত্রী’ অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পূজা উদ্বোধনের ক্ষেত্রে চার্জ করে থাকেন ৫০-৫৫ হাজার রুপি। জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ এর চরিত্রাভিনেত্রী সুস্মিতা দের পারিশ্রমিক ৪০-৪৫ হাজার রুপি। অন্যদিকে, সাহেব ভট্টাচার্য নিয়ে থাকেন প্রায় ৭০ হাজার রুপি।

বর্তমানে বেঙ্গল টপার ‘রাণী ভবানী’ অর্থাৎ অভিনেত্রী রাজনন্দিনী দত্ত এ বছর পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৭০ হাজার রুপি। এই সময়ে সবচেয়ে চর্চিত জুটি দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল নিয়ে থাকেন প্রায় ১ লাখ রুপি।

শুভস্মিতা মুখার্জি পূজা উদ্বোধন করতে নেন ৪০ হাজার রুপি। অভিনেত্রী স্বস্তিকা দত্তর ক্ষেত্রে অঙ্কটা ৫০ হাজার রুপি। পল্লবী শর্মার পারিশ্রমিক ৫০ হাজার রুপির কাছাকাছি। আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার নেন ৮০ হাজার রুপি। বিক্রম চ্যাটার্জি নিয়ে থাকেন ১ লাখ ৩০ হাজার রুপি। তৃণা সাহা নেন ৫০ হাজার রুপি। তার বর অভিনেতা নীল ভট্টাচার্য নিয়ে থাকেন ৪০ হাজার রুপি। সৌরভ দাস নেন ৬০ হাজার রুপি

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION