শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি:

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে
খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগ।

কর্মসূচীর মধ্যে ছিলো, খতমে কোরআন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষ রোপণ, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা।

শনিবার ( ১৫ আগস্ট) সকালে এসব কর্মসূচীতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান সিকদার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী দিদারুল আলম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ খুরুশকুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুবক্কর ছিদ্দিক বাবুল, হেদায়েত উল্লাহ বাবুল,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহ আলম,শেখ রুবেল,৮ নং ওয়ার্ড নেতা সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জিতু,যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন।

এছাড়াও অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আগস্টের শোককে শক্তিতে পরিনত করে ভবিষ্যতের কর্মকান্ড পরিচালনা করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচীর শেষে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন ওলামালীগের সভাপতি মৌঃআবু তাহের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION