মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে ২ কোটি টাকার চেক জালিয়াতির মামলা কাল থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু: আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ঈদগাঁওতে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি তের বছর পর খোঁজ মিলল সেই উত্তম বড়ুয়ার! হামাস সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মহেশখালীতে লবণের ন্যায্য মুল্য ও চোরাইপথে লবণ আমদানি বন্ধের দাবীতে লবণ চাষী সমাবেশ “রামুতে হত্যাচেষ্টা মামলার আসামীর সঙ্গে পুলিশের গভীর সখ্যতা” টেকনাফে বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, র‌্যাবের হাতে গ্রেফতার ৩ 

ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে ২ কোটি টাকার চেক জালিয়াতির মামলা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার অধিগ্রহণের টাকা অবৈধভাবে তুলে নিতে সহায়তা করার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

প্রায় ২ কোটি টাকার চেকের জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগ এনেছেন মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম।

বাদীর করা মামলার আবেদনের নথি বলছে, অভিযুক্ত কর্মকর্তারা আদালতের দেওয়া আদেশ অমান্য করে একটি দালাল চক্রের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন। দালাল চক্রের সদস্যরা জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি টাকার চেক ইস্যু এবং উত্তোলনে সরকারি কর্মকর্তাদের সহায়তা পান বলে নথিতে তুলে ধরা হয়েছে।

দায়েরকৃত এ মামলায় বিমল চাকমা ছাড়াও অভিযুক্ত রয়েছেন, কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা(৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান(২৭) ও ইয়াছিন আরফাত(৩০।

মামলাটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে THE CRIMINAL LAW AMENDMENT ACT এর ৪ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, যেহেতু এটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ, তাই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION