বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে অভিযান অবৈধভাবে রাস্তা দখল, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রয় অভিযোগে ৪ টি মামলা ৪৮ হাজার টাকা অর্থদন্ড ভ্রাম্যমান আদালত ।
২৫ অক্টোবর মহেশখালী উপজেলার বড় মহেশখালী এবং গোরকঘাটা বাজারে পুলিশ এবং আনসার সদস্য সহযোগে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে রাস্তা দখল, বিভিন্ন মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রয় ইত্যাদি অভিযোগে মোট চারটি মামলায় ৪৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেক্টর জনাব রুপম কান্তি পাল। এ বিষয় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।