রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০২ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম:
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোনারপাড়াস্থ শংকর মঠ ও মিশন প্রাঙ্গনে এই বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সভাপতিমন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু, জেলা কর্মকর্তা দীলিপ পাল, তপন দত্ত, সজল কান্তি দে, সুমন চৌধুরী, প্রদীপ শর্মা, দুলাল শর্মা, মৃদুল মল্লিক, পরিমল দে, জ্যোতি মল্লিক বাবু, সুজন শর্মা জন, প্রিতম ধর, অরুপ বাবু, লালন পাল, সুজন চক্রবর্তী, ছোটন শীল, জয় বড়ুয়া প্রমুখ।
ভয়েস/আআ