মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে ৬৩ তম কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রশিক্ষণ কর্মসূচী। মঙ্গলবার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মিলনায়তনে তিনমাসব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ
কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ।
বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মিজানুর রহমান, সিটি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর
প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সমাজ সেবা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা: চন্দন কান্তি দাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবু্বুর রহমান, প্রধান কম্পিউটার প্রশিক্ষক পিন্টু দত্ত, সাংবাদিক দীপক শর্মা দীপু বক্তব্য রাখেন।
এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ১২২জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ