সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
খেলা শুরুর মাত্র ৬ মিনিট। ফ্যাবিয়ান বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দিকে। দুর্দান্ত ফিনিশিংয়ে আদায় করে নেন গোল। দুই মিনিট পর লিওনেল মেসির এগিয়ে দেওয়া বল জালে জড়ান এমবাপ্পে। এবারও শেষটা হয় দুর্দান্ত। বল মাঠে গড়ানোর মাত্র ৮ মিনিটের ব্যবধানে এগিয়ে যাওয়া পিএসজি ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। লিগ ওয়ানের ম্যাচে আজ তারা জয় পেয়েছে অজের বিপক্ষে।
শুরুতে পিছিয়ে পড়া অজ ম্যাচের ৫১ মিনিটে অসেরের হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা কিছুটা হলেও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি। পিএসজিই ম্যাচটি জিতে নিয়েছে।
লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল হলো এমবাপ্পের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকারই। ৩৩ ম্যাচে ২৬ গোল নিয়ে দুই নম্বরে লিওঁর স্ট্রাইকার আলেকজান্দ্রে লেকাজেতে। লিগ ওয়ানের গোল্ডেন বুটের লড়াইটা মূলত এ দুজনের মধ্যেই।
এ জয়ে লিগ ওয়ানে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লাঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট সমান হবে। লিগ আঁ-র নিয়মানুযায়ী শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় গোল ব্যবধান। আপাতত পিএসজির গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪।
বাকি দুই ম্যাচে এই ব্যবধান ঘুচানো লাঁসের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। তাই কাগজে কলমে এখনও ঘোষণা না এলেও এই ম্যাচের পর পিএসজি নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন।
ভয়েস/আআ