রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নিজেদের ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বিশ্বকাপজয়ী তারকাকে ভেড়াতে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করছে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। সাতটি ব্যালন ডি’অরের মালিককে ভেড়ানোর প্রচেষ্টায় রয়েছে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিও। পরিস্থিতি এমন যে, লোভনীয় সব প্রস্তাবে খোদ আর্জেন্টিনা অধিনায়কও নিজের ভবিষ্যত ঠিকানা নির্বাচনে পড়ে গেছেন মধুর বিড়ম্বনায়।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানে নিজের প্রথম মৌসুমটা চেনা ছন্দে কাটাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। তখন অনেকেই ৩৫ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছিলেন। তবে বিশ্বকাপের পর বদলে যায় দৃশ্যপট। কাতারে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। সদ্য শেষ হওয়া লিগ ওয়ানে পিএসজিকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।
তবে চ্যাম্পিয়নস লীগে ব্যর্থ হওয়ায় সাম্প্রতিক সময়ে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় মেসিকে। এরইমধ্যে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফর করে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হন তিনি। ঘটনার জেরে মেসিকে প্যারিস ছাড়া করতে আন্দোলনেও নামে পিএসজি সমর্থকরা। তার ওপর বেতন কমিয়ে মেসিকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয় পিএসজি। সার্বিক দিক বিবেচনায়, মেসির নতুন ক্লাবে যোগ দেয়ার সম্ভাবনা বেড়ে যায়।
লিওনেল মেসির সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় বার্সেলোনা, আল হিলাল এফসি, ইন্টার মায়ামির সঙ্গে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। যদিও মেসির আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনাটা খুবই কম।
ভয়েস/জেইউ।