শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিঙ্গারের একজন সফল ব্যবস্থাপক আনোয়ার হোসাইন

ভয়েস প্রতিবেদক:
সিঙ্গার প্লাস, একটি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান। যার রয়েছে ১৭০ বছরের গৌরবের ইতিহাস। প্রযুক্তির উৎকর্ষে সিঙ্গার টেকনোলজিস বিশ্বের সবকটি দেশে অবস্থান সমৃদ্ধ।

দেড় শতাব্দীকাল পেরিয়ে গ্রহকদের আস্থা-ভালোবাসা সিঙ্গারের অগ্রযাত্রাকে করেছে আরও গতিশীল।

ডিজিটাল টেকনোলজিকে ধারণ করে সিঙ্গার পণ্যের গুণগতমান এখন উৎকর্ষের শীর্ষে।

বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে সিঙ্গার পণ্যের সমৃদ্ধ বাজার।

বিশ্বসেরা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে আসে ১৯০৫ সালে। প্রতিটি ঘরে ঘরে এখন সিঙ্গার পণ্য।

বিশ্ববিখ্যাত ও প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানটির একজন সফল শাখা ব্যবস্থাপকের নাম আনোয়ার হোসাইন।

তিনি ২০০৫ সালের ৬ মে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগ দেন।

খুব অল্প সময়েই সেলস ও কাস্টমার সার্ভিসে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। শুরু হয় সফলতা ও অগ্রগতির ধারা।

মেধা, সততা, কর্মদক্ষতায় মাত্র তিন বছরের ব্যবধানে ‘ব্যবস্থাপক’ পদোন্নতি পান আনোয়ার হোসাইন।

তার নেতৃত্বে ২০০৮ সালের ৬ মে সিঙ্গার প্লাস শো-রুম চকরিয়া শাখা (থ্রি স্টার প্লাজা, ২য় তলা, মেইন রোডের পশ্চিম পাশে, থানা রাস্তার মাথা) উদ্বোধন হয়। শাখাটির ১ যুগপূর্তি হলো আজ (৬ মে)।

সেই সঙ্গে চাকুরি জীবনের ১৫ বছর পূর্ণ হয়েছে আনোয়ার হোসাইনের।

সিঙ্গারের ২০১১ সালের সেলস কনফারেন্সে শীর্ষ কর্তাদের সঙ্গে আনোয়ার হোসাইন।

তিনি ২০১১ সালের ম্যান অব ইয়ার নমিনি এন্ড গ্রুপ উইনার এ্যাওয়ার্ড, ২০১২ সালে গ্রুপ চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড, ২০১৬ সালে ম্যান অব দ্যা ইয়ার, ২০১৮ সালে লং সার্ভিস এ্যাওয়ার্ড, ২০১৯ ম্যান অব ইয়ার নমিনি এন্ড গ্রুপ চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড অর্জন করেন।

একই বছর সিঙ্গার বাংলাদেশের ‘বেস্ট ট্রিবিউট সেলস এ্যাওয়ার্ড’ পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন আনোয়ার হোসাইন।

চকরিয়া শাখার যুগপূর্তির এই দিনে সকল গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসাইন।

সেই সাথে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিঙ্গার পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

আগামীর দিনগুলোতে কোম্পানির সেলস ও সেবার মান বৃদ্ধিতে সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন আনোয়ার হোসাইন।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION