মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ‘শানে মদিনা’ নামে অপর একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় অন্তত ৩১ জন জেলে নিখোঁজ হয়েছেন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ জন।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্ধার হওয়া তিন জেলেকে নিয়ে চাম্বল বাংলাবাজার ফিশারি ঘাটে ফিরেছে অন্য একটি ট্রলার। তারা হলেন- মো. নুরুন্নবী (৪০), মো. দেলোয়ার (৩০) ও মো. মহিউদ্দিন (২৮)।
স্থানীয় বোট মালিক সমিতি সূত্র জানায়, গত শনিবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা ছগির কোম্পানীর ‘শানে মদিনা’ ট্রলারটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রবিবার সকাল ৯ টার দিকে অন্য একটি ফিশিং বোটের ধাক্কায় শানে মদিনা তৎক্ষণাৎ ডুবে যায়। এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাত ৯ টা পযর্ন্ত ৩১ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
বাংলাবাজার বোট মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম কাশেম জানান, শানে মদিনা বঙ্গোপসাগরের যেখানে জাল ফেলেছিল সেখানে অন্য একটি ফিশিং বোট এসে জাল বসানোর চেষ্টা করে। একে অপরের সাথে কথাকাটাকাটির একপযার্য়ে ফিশিং বোটটি শানে মদিনাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাথে সাথেই ডুবে যায়।
তিনি আরো জানান, শানে মদিনা ট্রলারটিতে ৩৪ জন জেলে ছিল। ৩ জনকে অন্যান্য বোট এসে জীবিত অবস্থায় উদ্ধার করলেও নিঁখোজ রয়েছেন অন্তত ৩১ জন। ধাক্কা মেরে চলে যাওয়া বোটটির সঠিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
চট্টগ্রাম কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাবীবুর রহমান জানান, এখনও আমরা সটিক কোন তথ্য পাচ্ছি না। ট্রলারটি ডুবে গেল সকাল ৯ টার দিকে, অথচ আমাদেরকে খবরটা দেয়া হয়েছে সন্ধ্যা ৭ টার দিকে। আমরা শুনে লোকেশন দেখে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।