EDITOR
- ১০ নভেম্বর, ২০২০ /

মেজর সিনহা মোহাম্মদ রাসেদ। ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনী ও অবৈধ দাবি করে আসামী পক্ষের করা ফৌজদারী রিভিশন আবেদনের শুনানি ফের পিছিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাদি পক্ষের আইনজীবী অসুস্থতাজনিত কারণে সময়ের আবেদন করলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইল আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্যের আদেশ দেন।
মেজর সিনহা হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, ‘মেজর সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মামলার প্রধান আসামী পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকতের পক্ষে দায়ের করা আবেদনের শুনানি ছিল। কিন্তু, তাদের আইনজীবী অসুস্থ জনিত কারণে সময়ের আবেদন করলে আদালত আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য্য করেন।
তিনি আরো জানান, উক্ত আবেদনের কোন ভিত্তি নেই। আদালতকে বিভ্রান্ত করে মামলা ভিন্ন খাতে নেয়ার জন্য লিয়াকতের পক্ষে আবেদনটি করা হয়েছে। আগামী ধার্য তারিখে শুনানি হলে অবশ্যই আমরা জিতব।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী পুলিশের বহিস্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন আবেদন করেন ঢাকা থেকে আগত আইনজীবী অ্যাডভোকেট মো: মাসুদ সালাউদ্দিন। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত আবেদনের প্রাথমিক শুনানী হয়। শুনানী শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্নাঙ্গ শুনানী ও আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। কিন্তু, ওইদিনও শুনানি না হওয়ায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ধার্য্যের দিন ছিল ।
ভয়েস/আআ