শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবজোম দ্বীনি শিক্ষার আলােচড়াচ্ছে খােন্দাকার পাড়া আল-কোরআন একাডেমী

আবুল বশর পারভেজ: মহেশখালী:
মহেশখালীর বহুল পরিচিত ও প্রখ্যাত আলেম মাশায়েকদের একটি সুনামধন্য এলাকা কুতুবজোম ইউনিয়নের খােন্দকার পাড়া গ্রাম। এ গ্রামটিকে বহু প্রাচীন দিনের একটি পুরাতন মসজিদে ও বড় কবরস্থান রয়েছে। যেখানে পাশে খােন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষকরা বাংলা শিক্ষায় শিক্ষিত হওয়ার হাতে কড়ি শিক্ষা শুরু করে। পরবর্তীতে একজন প্রসিদ্ধ আলেম এর নামে প্রতিষ্ঠিত হয় আল্লামা ফোরকান ইসলামী কম্প্রেলেক্স তা ও দিন দিন সুনাম অজর্ন করে। পরবর্তীতে স্থানীয় সচেতন ব্যক্তি বর্গের প্রচেষ্টায় গড়ে উঠে খােন্দাকার পাড়া আল-কোরআন একাডেমী নামে ৩টি স্তরের যৌথ একটি কোরআন শিক্ষার বাহন আল-কোরআন একাডেমী। যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক এম রমজান আলী

ও তার সাথে একঝাক তরুণ যুবক শিক্ষানুযায়ী সমাজ সচেতন ব্যক্তি বর্গ। আল-কোরআন একাডেমীটি খােন্দকার পাড়া কবরস্থানের সাথে সংযুক্ত হেফজখানা, নূরানী ও এবতেদায়ী মাদ্রাসায় প্রায় ৩৭০ জন এর অধিক কোমলমতি শিম্য শিক্ষার্থীরা কোরআন এর জ্ঞান অর্জন করছে। সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে ভাের রাত কোরআন শিক্ষা, আদব কায়দা, নামাজ, নৈতিক শিক্ষা গ্রহন করছে। নিস্পাপ শিশুদের আলাের পথে আনতে দায়িত্বশীল অভিভাবকগন সন্তাদের আল-কোরআন একাডেমীতে নিয়ে আসছে। সরজমিন দেখতে গিয়ে জানাযায়, স্থানীয় দানশীল ও কিছু প্রবাসী ব্যক্তিগনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা চলে। অনেক সংকট থাকলেও তা নিরসন সম্ভব হচ্ছেনা। কয়েকটি ক্লাসে ব্লাক বােড, ফ্যান, লাে-ব্যঞ্চ, পানির মােটর এবং আসবাব পত্র সংকট। স্থানীয় পরিষদ ও কোন দাতা সংস্থা বা ব্যক্তি আল-কোরআন একাডেমীকে এককালিন ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার হাত বাড়ালে আল-কোরআন একাডেমীটি মহেশখালীর একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে। পরিচালনা কমিটির অন্যতম সদস্য সংবাদিক রহমান জানায় মাঝে মধ্যে শিক্ষকের বেতন চালানাে সম্ভব হয়না। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তার আহবান করছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION