শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে কক্সবাজারে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক মো: শাহ আলমসহ প্রশিক্ষণার্থী সাংবাদিকেরা ।
প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেয় । পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
ভয়েস/আআ