শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জুতা পায়ে গন্ধ, মুক্তির উপায়

ভয়েস জীবনযাপন ডেস্ক:

শীতে উষ্ণ কাপড়ের পাশাপাশি পায়ে জুতাও পরছেন। পায়ে ঘাম হচ্ছে। এতে দুর্গন্ধও বাড়ছে। এ অবস্থায় কারো সামনে জুতা খুললে বিব্রতও হতে হয়। অনেকে এই ভয়ে দীর্ঘ সময় অফিসে জুতা পরেই কাটিয়ে দেন। অস্বস্তিবোধ করলেও খোলার উপায় থাকে না।

হাতের নাগালে থাকা কিছু জিনিস ব্যবহারেই মুক্তি মিলবে এ অস্বস্তিকর অবস্থা থেকে। ঝটপট কিছু সহজ উপায় জানব এ আয়োজনে।

লবঙ্গ

জুতায় কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও গন্ধ চলে যায়। এ ছাড়া এক টুকরা কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারা রাত। জুতার দুর্গন্ধ দূর হয়ে যাবে।

বেকিং সোডা

যেদিন জুতা পরবেন তার আগের দিন রাতে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন জুতার ভেতর। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে পরুন। কোনো দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতা হলে বেকিং সোডা ব্যবহার না করাই ভালো। সাধারণত মোজা থেকেই গন্ধ বের হয়। আপনার পুরোনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে মোজা বেঁধে জুতার মধ্যে রেখে দিন। পরদিন সেই মোজা পরতে পারেন।

টি ব্যাগ

ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। এবার এটা ঠান্ডা করে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। অনেকটা গন্ধ চলে যাবে।

ফেব্রিক সফটনার সিট

জুতার মধ্যে এক টুকরা ফেব্রিক সফটনার সিট রেখে দিন। পরদিন সেটি বের করে জুতা পরে নিন। গন্ধ একদম চলে যাবে।

জুতা বদল

এক জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরুন। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো–বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।

লবণ

জুতার মধ্যে মাঝেমধ্যে সামান্য লবণ ছিটিয়ে রাখতে পারেন। আবার চাইলে এক টুকরা পাতলা কাপড়ে লবণ নিয়ে সেটা জুতার মধ্যে রেখে দিন। পরের দিন মুছে পরে নিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION