রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
পিতৃ পরিচয়ে মোহাম্মদ ইসহাক নামের এক যুবকের দায়ের করা মামলায় কক্সবাজারের সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি আদালতে হাজির হননি। এমনকি আদালতের ইস্যুকৃত সমনও পাননি। একারণে ই-মেইল যোগে যোগে সমনের নোটিশ পাঠানোর নিদের্শ দিয়ে আদালত।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জৈষ্ঠ সহকারি জজ জিয়াউল হক এ আদেশ দেন বলে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।
আইনজীবী মো: নাজিম উদ্দিন জানান, ‘মোহাম্মদ ইসহাক নিজের পিতার পরিচয় দাবি করে দায়ের করা মামলাটির সমন গ্রহন করছেন না সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। একারণে ই-মেইল যোগে সমন ইস্যুর নির্দেশ দিয়েছেন আদালত।’
আদালত থেকে বের হয়ে মামলার বাদি ও ছেলে দাবিদার মোহাম্মদ ইসহাক জানান, ‘আমার পিতা আলহাজ্ব আব্দুর রহমান বদি অনর্থক সময় ক্ষেপন করছেন। সমন গ্রহন করছেন না। আদালতেও আসছেন না। এটি আদালতকে তোয়াক্কা করছেন না। সময় ক্ষেপন হওয়ার কারণে আমার জীবন সংকটাপন্ন হওয়ার আশংকা রয়েছে। কারণ, আমার পিতা আব্দুর রহমান বদি ও তার পরিবার খুবই ক্ষিপ্ত আমার উপর’।
মোহাম্মদ ইসহাক বলেন, ‘ আমার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের জারি করা সমন বিভিন্নভাবে আমার বাবা আবদুর রহমান বদির কাছে পাঠানো হয়েছে। কিন্তু বার বার তিনি সমন পাননি বলে দাবি করেন। এটি তার একটি কৌশল। মূলত এভাবে তিনি কালক্ষেপণ করছেন। এই কালক্ষেপণের উদ্দেশ্যে খারাপ। মূলত কালক্ষেপণ করেই তিনি আমার ক্ষতি করার চিন্তা করছেন। এমনকি তিনি আমাকে মেরে ফেলার চিন্তা করছেন।
উল্লেখ্য, গত বছরের গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়স যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-০৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। ওইদিন মামলাটি আমলে নিয়ে মূল-বিবাদী আব্দুর বদিসহ বিবাদীদের ১৪ জানুয়াারী স্বশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন। ওই দিনও আবদুর রহমান বদি সমনের নোটিশ পাননি বলে আদালতে উপস্থিত হননি। আদালত ১৪ মার্চ তারিখ নির্ধারণ করে। এবার একই কারণে উপস্থিত হননি তিনি।
ভয়েস/আআ