রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

দেশে ১১৪ সংবাদকর্মী করোনা আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

দেড় মাসে করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) হয়েছেন ৫০ প্রতিষ্ঠানের ১১৪ জন গণমাধ্যমকর্মী। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দু’জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ আমাদের গণমাধ্যম ও আমাদের অধিকার সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ মার্চ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সংবাদকর্মী প্রথম করোনায় আক্রান্ত হলেও প্রায় দেড় মাসে এ সংখ্যা বেড়ে ১১৪ তে অবস্থান করছে। এরইমধ্যে গত ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের মৃত্যু হয়। এরপর গত ৭ মে একই প্রতিষ্ঠানের সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) নিয়ে মৃত্যু হয়। এছাড়া করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে একইদিন ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমানের মৃত্যু হয়। তবে আসলাম রহমানের মৃত্যুর আগে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে এ পর্যন্ত ১১৪ জন গণমাধ্যমকর্মী করোনা আক্রান্ত হলেও তিনজন সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যমে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ১১৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২৭ জন। সুস্থ হওয়ার সংখ্যাটা কম হওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

গত ৩ এপ্রিল প্রথম সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এরপর থেকে তালিকা বড় হতে থাকে। ইতোমধ্যে ১৬ মে পর্যন্ত করোনায় আক্রান্তের তালিকার মধ্যে রয়েছেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তিনজন সংবাদকর্মী, একজন ভিডিও এডিটর ও একজন ক্যামেরাপারসন (সুস্থ), যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার (সুস্থ) এবং নরসিংদী প্রতিনিধি (সুস্থ), দীপ্ত টেলিভিশনের ছয় সংবাদকর্মী (সবাই সুস্থ), এটিএন নিউজের একজন রিপোর্টার (সুস্থ), আমাদের নতুন সময়ের দু’জন সংবাদকর্মী (সুস্থ), একাত্তর টেলিভিশনের সেন্ট্রাল ডেস্কের একজন, একজন রিপোর্টার, একজন ক্যামেরাপারসন, একজন প্রডিউসার এবং গাজীপুর প্রতিনিধিসহ মোট পাঁচজন (সুস্থ ১), বাংলাদেশের খবরের একজন রিপোর্টার (সুস্থ), দৈনিক সংগ্রামের একজন (সুস্থ), মাছরাঙা টেলিভিশনের সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তা (সুস্থ), নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ), রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ), চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের একজন, দৈনিক প্রথম আলোর দু’জন (সুস্থ ১), দৈনিক আলোকিত বাংলাদেশের একজন সংবাদকর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ), নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি (সুস্থ), দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ), নিউজ পোর্টাল বিবার্তার একজন সংবাদকর্মী, দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী (সুস্থ), দৈনিক জনতার দু’জন সংবাদকর্মী (সুস্থ ১), দৈনিক কালের কণ্ঠের একজন ফটোসাংবাদিক, এনটিভির তিনজন রিপোর্টার, দু’জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা, ছয়জন ক্যামেরাম্যান, দু’জন নিউজ প্রেজেন্টার, একজন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট আক্রান্ত ১৮ জন, দৈনিক আমার বার্তার সম্পাদক, আরটিভির চারজন সংবাদকর্মী, বাংলাভিশনের একজন রিপোর্টার, এসএ টিভির একজন সংবাদকর্মী এবং গাজীপুর প্রতিনিধি, দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), এবং দৈনিকটির আরও চারজন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের তিনজন কর্মী, সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মৃত্যু হয়েছে।

এছাড়া যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর (সুস্থ), দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার (সুস্থ), নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার, দৈনিক দেশ রূপান্তরের ফিচার বিভাগের একজন সংবাদকর্মী, রেডিও আমারের একজন সংবাদকর্মী, দৈনিক ইত্তেফাকের পাঁচজন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের দু’জন, কম্পিউটার সেকশনের আটজন এবং সাধারণ সেকশনের দু’জন কর্মচারীসহ মোট ১৭ জন (সুস্থ ১), দেশ টিভির একজন নিউজ প্রেজেন্টার, বিটিভির একজন কর্মকর্তা, ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী, দৈনিক মানবজমিনের একজন সংবাদকর্মী, এটিএন বাংলার একজন সংবাদকর্মী, সময় টিভির দু’জন সংবাদকর্মী, ডেইলি সানের দু’জন সংবাদকর্মী, যায়যায়দিনের রিডিং সেকশেনের একজন, ঢাকা ট্রিবিউনের জেনারেল সেকশনের একজন, বাংলা ট্রিবিউনের রিডিং সেকশনের একজন, একুশে টিভির দু’জন সংবাদকর্মী, চ্যানেল ২৪ এর একজন সংবাদকর্মী, ডেইলি স্টারের একজন সংবাদকর্মী, বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি, নিউজ পোর্টাল বার্তা২৪ এর একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ), এশিয়ান টেলিভিশনের একজন গ্রাফিক্স ডিজাইনার ও চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের একজন রিপোর্টার।

শুধু তাই নয়, সংবাদকর্মী করোনা আক্রান্ত হওয়ার কারণে একাধিক জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেল লকডাউনও করা হয়। ১১৪ জন সংবাদকর্মী আক্রান্ত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে প্রায় দুই শতাধিক সাংবাদিক-কর্মচারীকে আক্রান্তের সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে পাঠায়।

এদিকে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফেরা দৈনিক বাংলাদেশ খবরের অপরাধ বিষয়ক প্রতিবেদক এমদাদুল হক খান বাংলানিউজকে বলেন, আতঙ্ক নয় করোনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতাই পারে করোনা থেকে আমাদের বাঁচাতে। এজন্য সরকার যে স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সেটি সবারই মেনে চলা উচিত।

সংবাদকর্মীদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, এ মুহূর্তে চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও জরুরি প্রয়োজনে কর্মরত সবাইকেই শারীরিক দূরত্ব নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে। তারা বলেন, আতঙ্কিত না হয়ে নিজেকে নিরাপদ রেখেই কাজ করতে হবে। সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান দুলাল বাংলানিউজকে বলেন, সংক্রমণের ঝুঁকি সবক্ষেত্রেই রয়েছে। তবে শারীরিক দূরত্ব যেখানে নেই, সেখানে ঝুঁকিটা বেশি। কোভিড-১৯ এর প্রধান চিকিৎসাই হচ্ছে সচেতনতা। অ্যাওয়ারনেস ছাড়া এর আপাতত কোনো ট্রিটমেন্ট নেই। তাই সবাইকে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন, বিশেষ করে খাবার ও চিকিৎসার প্রয়োজন ছাড়া কারোরই ঘর থেকে বের হওয়া উচিত নয়।

অপরদিকে দেশে একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। এ সংখ্যা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেতও বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রতিনিয়ত গণমাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া উদ্বেগের বিষয়। সংবাদকর্মীরা ফ্রন্টলাইনে কাজ করেন। এজন্য তাদের ঝুঁকিটা বেশি। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ঝুঁকি এড়িয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের জন্য করোনা টেস্টের ব্যবস্থা করেছে। সাংবাদিকদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসেবা দিচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও আর্থিক সহায়তা সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে বলেও তিনি জানান।

সূত্র: বাংলা নিউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION