শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক’শ গ্রাম ক্রিস্টাল মেথ সহ জাহেদা বেগম (৪০) এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, রোববার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিষ্ট্রার্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে জাহিদা বেগম (৪১) নামে এক রোহিঙ্গা নারীকে ধৃত করা হয়। উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জাহিদার কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। জাহিদা বেগম নয়াপাড়া ব্লক আই ক্যাম্পের শফিউল্লাহ’র স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।