বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ১৭ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৯ মে) পর্যন্ত করোনা পরীক্ষায় ১০ পুলিশ সদস্যের পজিটিভ আসে। এদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে মোট ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।