রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে হেলে পড়েছে চার তলা ভবন

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সদরঘাটে একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের পার্বত্য ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নালা খননকাজের কারণে ওই ভবনটি হেলে পড়েছে। ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মো. মাহিন উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ফকির পাড়ার স্বপন দাশের মালিকানাধীন চারতলা ভবনের পাশে দীর্ঘদিন ধরে নালা খননের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় ৩০ ফুট খনন করেছে কোনও ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই। এ কারণে ভবনটি হেলে পড়েছে পাশের ভবনে। এতে পাশের দুটি ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভবন মালিক স্বপন দাশ জানিয়েছেন, বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে জানানো হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমরা। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি তদন্ত করে দেখবো আমরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION