রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৭ জন। এ সময় করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৯ হাজার ৩৯৩ জন। মারা গেছেন এক হাজার ৩৪৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮০৭ জন নগরের এবং ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৬ জন, শেভরন হাসপাতাল ১১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯৭ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৮১ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION