রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজার ভয়েস। কক্সবাজারের অনলাইন সংবাদ জগতের নবাগত এক সন্তান। অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অনলাইন গণমাধ্যমটি সাফল্যের সাথে একটি বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পর্দাপন করেছে। এজন্য শুরুতেই কক্সবাজার ভয়েসের সম্পাদক, প্রকাশক থেকে শুরু করে এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই শুভেচ্ছা। আসলেই কক্সবাজার ভয়েসের যেমন নাম তেমনই কাজ। এই অনলাইন গনমাধ্যমটি যাএা শুরু করার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিরপেক্ষতার ছায়াতলে থেকে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। প্রতিদিনই এই অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা তুলে ধরছেন নিরপেক্ষ বস্তুনিষ্ট সংবাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে কক্সবাজার জেলা ও দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ সংবাদ তুলে ধরছে এই গণমাধ্যম। আশা করি কক্সবাজার ভয়েসের পথচলা হবে আরো সুদৃঢ়। সে কামনা শেষ করছি আমার ক্ষুদ্র এই লিখা।
বলরাম দাশ অনুপম
চীফ রিপোর্টার, দৈনিক ইনানী
কক্সবাজার প্রতিনিধি
দৈনিক চট্টগ্রাম প্রতিদিন
নতুন সময় টেলিভিশন।