বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রুডিগারের বিশ্বকাপের পুরো আয়ে ১১ শিশুর চিকিৎসা

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপ শুরুর আগেই ভক্তদের মন জিতে নিলেন জার্মান তারকা রুডিগার। এই মুহূর্তে তিনি দলের সঙ্গে ওমানে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এই ডিফেন্ডার ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপ থেকে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন তার পুরোটাই সিয়েরা লিওনের সুবিধাবঞ্চিত এবং শারীরিকভাবে বিকলাঙ্গ ১১ শিশুর অস্ত্রোপচারে ব্যয় করা হবে।

রুডিগারের জন্ম জার্মানির বার্লিনে হলেও তার মায়ের দেশ সিয়েরা লিওন।

যে কারণে তিনি অনেকবারই মায়ের দেশে গেছেন। নিজে চোখে দেখেছেন পশ্চিম আফ্রিকার দরিদ্রতম দেশটির শিশুরা কী অমানবিক পরিস্থিতির মাঝে বেড়ে উঠছে। জার্মানির দাতব্য সংস্থা ‘বিগ শু’ সম্প্রতি জন্মগতভাবে বাঁকানো পা নিয়ে পৃথিবীর আলো দেখা সিয়েরা লিওনের ১১ শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলার কাজটি করেছে। যার ব্যয়ভার বহন করবেন রুডিগার।

রিয়াল মাদ্রিদের এই জার্মান তারকার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ১১ শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসা শেষে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এমন উদ্যোগে সহায়তা করতে পেরে উচ্ছ্বসিত রুডিগার ‘মার্কা’কে বলেছেন, ‘সিয়েরা লিওনের শিশুরা যেভাবে বেড়ে উঠছে, তা দেখলে কষ্ট লাগে। অস্ত্রোপচার শেষে কয়েক মাস চিকিৎসার পর তারা নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবে। সুযোগটা পেয়ে আমি কৃতজ্ঞ। দারুণ খুশি লাগছে। এটা সম্মানের ব্যাপার। ’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION