রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:
মেয়েদের ঋতুস্রাব চলাকালীন বহু ব্যবহৃত ‘স্যানিটারি প্যাড’ মোটেও স্বাস্থ্যকর নয়, বলছে ভারতে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণা। ভারতে বিক্রিত প্রায় সব ধরনের প্যাডেই ক্যানসার ছড়ানোর বিভিন্ন রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। যেখানে ভারতে প্রতি ৪ জন নারীর মধ্যে ৩ জনই স্যানিটারি প্যাড ব্যবহার করেন, সেখানে এই গবেষণার ফল কিন্তু যথেষ্ট চিন্তার।
চিকিৎসকরা বলছেন, ক্যানসার সৃষ্টি করতে পারে এমন অনেক রাসায়নিকই স্যানিটারি প্যাডের মধ্যে থাকে। কিন্তু ভয়ের কারণ হল, ঋতুস্রাব চলাকালীন শরীর থেকে যে রক্ত এবং রক্তকোষ নির্গত হয়, তা প্যাডের সংস্পর্শে এসে প্যাডের মধ্যে থাকা রাসায়নিকগুলোকে শুষে নেয়। ওই অবস্থায় দীর্ঘ ক্ষণ থাকলে ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। এমনকি সন্তান জন্মদানের ক্ষমতাও হারাতে পারেন নারীরা।
ঋতুস্রাব চলাকালীন মেয়েদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রায়শই এক বার ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এর ফলে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলেও ভবিষ্যতের জন্য এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়।
স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত এই সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের প্রায় ৬৪ শতাংশই প্রতি মাসেই অন্ততপক্ষে পাঁচ দিন স্যানিটারি প্যাড ব্যবহার করেন। সমাজের উচ্চ স্তরের নারীদের মধ্যে এই পরিসংখ্যান আরও বেশি।
ভয়েস/আআ