রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাফনদী সীমান্ত দিয়ে বিজিপির আরও ৮৮জন সদস্য বাংলাদেশে আশ্রয় টেকনাফে টমটম চালক মোস্তাক মিয়া হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়, সরকারের আপাতত কোনো চিন্তা নেই ঘাটতি পূরণে প্রয়োজনে শুক্রবারেও ক্লাস নেয়া হবে:শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস,কারণে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না ৪ দিনের রিমান্ডে মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত দর্শক আবেগী হয়ে পড়ছেন হ্যাটট্রিকে এগিয়ে রোনালদো, অ্যাসিস্টে মেসি

হাদিসের শিক্ষা

ধর্ম ডেস্ক:

এক সপ্তাহ হয়ে গেল আলী ইবনে আবু তালেব রাজিয়াল্লাহু আনহুর বাড়িতে কোনো মেহমান আসছেন না! অতিথি আপ্যায়ন করবেন, সেই সুযোগটা তিনি পাচ্ছেন না।

আমার-আপনার বাসায় মেহমান আসলে কি আমরা সেটাকে ঝামেলা, বিড়ম্বনা মনে করি? ‘নিজেই ঠিকমতো খাইতে পারছি না, তার ওপর মেহমান আসছে’ এমনটা মনে করি।

প্রিয় নবীর সাহাবিরা কিন্তু তেমনটা ভাবতেন না।

হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর বাড়িতে মাত্র ১ সপ্তাহ কোনো মেহমান না আসার কারণে তিনি কী ভাবেন জানেন?

তিনি ভাবেন, না জানি দয়াময় আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হয়েছেন, এ জন্য তার বাড়িতে কোনো মেহমান আসছে না!

আমার-আপনার বাড়িতে মেহমান আসাকে স্বাগত জানান। মেহমানকে আপ্যায়ন করুন। নিজে দুদিন কম খাই। এগুলোর ফলে আপনার জীবনে, সম্পদে বরকত বাড়ে। সাহাবি-অলি-আউলিয়াদের জীবনী পড়লে দেখবেন, তারা চাতক পাখির মতো মেহমানের অপেক্ষা করতেন!

কল্যাণমূলক পরামর্শ দেওয়া

জীবন চলার পথে সুখে-দুঃখে ও বিভিন্ন প্রয়োজনে একে-অন্যের দ্বারস্থ হতে হয়। অনেক সময় পরামর্শেরও প্রয়োজন হয়। দেখা যায়, সময়মতো সুন্দর একটি পরামর্শের দাম লাখ টাকার চেয়েও বেশি। তেমনি একটি ভুল পরামর্শ ডেকে আনতে পারে বিরাট ক্ষতি। কাজেই পরামর্শদাতাকে বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তার ভাইকে কোনো বিষয়ে পরামর্শ দিল, অথচ সে জানে কল্যাণ এর বিপরীতে, তবে সে তার সঙ্গে খেয়ানত করল।’ -সুনানে আবু দাউদ : ৩৬৫৭

হজরত আবু হুরায়রা (রা.) নবীজী (সা.) থেকে আরেকটি হাদিস বর্ণনা করেন, ‘যার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার।’ -জামে তিরমিজি : ২৩৬৯

বিশিষ্ট ইসলামি স্কলার হজরত মাওলানা মনযুর নুমানি (রহ.) বলেন, যার কাছে পরামর্শ চাওয়া হয় পরামর্শ গ্রহণকারী তাকে নির্ভরযোগ্য মনে করেই তো তার কাছে যায়। নিজের একটি আমানত তার কাছে সোপর্দ করে। অতএব তার উচিত, আমানতের হক আদায়ে ত্রুটি না করা। অর্থাৎ ভালোভাবে চিন্তা-ভাবনা করেই তাকে কল্যাণমূলক পরামর্শ দেওয়া এবং বিষয়টির গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা। অন্যথায় সে এক ধরনের খেয়ানতের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে। -মাআরিফুল হাদিস : ২/১৫১

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION