সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
কোচের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য বরখাস্ত করেছে পিএসজি। মরুর দেশটির পর্যটনদূত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চুক্তিকে সম্মান জানাতেই পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। তবে তাতে সম্মতি ছিল না ক্লাবের। আর তাই বরখাস্ত হতে হয় সর্বকালের সেরা এই ফুটবলারকে।
এ সফরের কারণে স্বাভাবিকভাবেই সোমবার পিএসজির অনুশীলনও করতে পারেননি। অনুশীলন সেশনে মেসিকে না দেখে বিস্মিত হন তার সতীর্থরাও। তারাও জানতেন না মেসির এই সৌদি সফরের কথা। বিশেষ করে সৌদি আরব সফরের অনুমতি চাওয়ার পরও যখন ক্লাব তাকে অনুমতি দেয়নি।
এ ঘটনাকে ক্লাব কর্তৃপক্ষ শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপ হিসেবেই দেখছে। সে কারণে নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। পিএসজি তাকে নিষিদ্ধ করে দেখাতে চেয়েছে, কোনো খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় নয়।
আরএমসি স্পোর্টস জানিয়েছে, পিএসজি সম্প্রতি যে নতুন নীতিমালা গ্রহণ করেছে, সে অনুযায়ীই মেসিকে নিষিদ্ধ করা হয়েছে। একজন খেলোয়াড়, তিনি যত বড় তারকাই হন, যত বেশি পারিশ্রমিকই পান, ক্লাবের ঊর্ধ্বে নন—নতুন নীতিমালায় এ ব্যাপারেই গুরুত্ব দিতে চাইছে ক্লাব।
ভয়েস/আআ