রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইউরোপের মিডিয়ায় বেশকিছুদিন ধরে চাউর হয়ে আছে খবরটি— সৌদি প্রো লিগে যাচ্ছেন মোহাম্মেদ সালাহ। সৌদির ক্লাব আল ইত্তিহাদ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছে। সালাহ আগ্রহ প্রকাশ করলেও মিশরীয় তারকাকে ছাড়তে রাজি নয় লিভারপুল। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ অলরেডদের বস জুর্গেন ক্লপ।
ইউরোপের গণমাধ্যমের খবর, সালাহর জন্য পাওয়া যেকোনো ধরনের প্রস্তাবই ফিরিয়ে দেবে লিভারপুল।
৩১ বর্ষী সালাহর জন্য বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত আল ইত্তিহাদ। বোনাস ছাড়া শুধু বেতন হিসেবেই সালাহকে সাত কোটি ৫৭ লাখ ইউরো দিতে চায় ক্লাবটি। সঙ্গে বিভিন্ন খাত থেকে আয় থাকবে, যা বেতনের চেয়েও বেশি। যদিও ২০২২ সালে অ্যানফিল্ডে তিন বছরের জন্য চুক্তি করেছেন সালাহ। তবে লিভারপুলকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি সৌদি আরবের ক্লাবটি।
প্রস্তাব পেলেও এই মুহূর্তে সালাহকে ছাড়ার কোনো ইচ্ছা নেই লিভারপুলের। যদিও তাকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের দলবদলের মেয়াদ শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। সেক্ষেত্রে সালাহকে দলে পেতে আরও দুই সপ্তাহ সময় পাবে সৌদি ক্লাবটি।
ক্লপ অবশ্য ‘সালাহ বিক্রির জন্য নয়’ জানিয়ে বলেছেন, ‘যদি এমন প্রস্তাব থাকেও লিভারপুলের পক্ষ থেকে উত্তর থাকবে স্রেফ ‘না’। মো লিভারপুলের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সে আমাদের খেলোয়াড় এখানে আর কিছু বলার নেই।’
ভয়েস/জেইউ।