রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিপ্লবের নামে আর কোন প্রাণহানি চাইনা:প্রফেসর মুফিজুল হক জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে শিগগিরই : আইন উপদেষ্টা পেকুয়ায় মোটরসাইকেল, ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক আংশিক পরিবর্তন চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ের বিচার শুরু জি এম কাদেরের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম পরিচালন‍ায় নিষেধাজ্ঞা “কক্সবাজার মাদক ও মানবপাচারের দূর্গ” সদরের লিংকরোডে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই ৫ আগস্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন: নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায়

খাবার টেবিলকে সাজান রেস্তোরার মত

লাইফস্টাইল ডেস্ক:
বাঙ্গালী অতিথিপরায়ণ জাতি। তাই বাড়িতে অতিথি আসবে এটাই স্বাভাবিক। আর অতিথিদের আপ্যায়ন করতে গেলে খাবারের টেবিলের সজ্জায় বাড়তি মনোযোগ দেওয়া চাই।

শুধু টেবিলের উপর কাপড় দিয়ে দামি কিছু কাচের বাসন সাজিয়ে দিলেই কিন্তু দেখতে ভাল লাগে না। টেবিল সাজানোর আরও কিছু নিয়ম আছে। কয়েকটি বিষয় মাথায় রাখলেই বাড়ির খাবার টেবিলও কিন্তু সেজে উঠতে পারে বিলাসবহুল রেস্তরাঁর টেবিলের মতো।

১. টেবিল ক্লথ এবং ম্যাট
টেবিল কাঠের হোক বা কাচের— প্রথমেই তার উপর একটি টেবিল ক্লথ পেতে নিন। টেবিলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের মাঝখান দিয়ে পেতে নিন রানার। এই টেবিল ক্লথ এবং রানার যদি সুতির হয়, তবে ধোঁয়ার পর ভালোভাবে আয়রন করে নিন যেনো কুঁচকে না থাকে, তাহলে দেখতে ভাল লাগবে। চেয়ার সঙ্গে টেবিলে বসার জায়গা এবং প্লেটের মাপ বুঝে ওই জায়গায় রাখুন ম্যাট।

২. নানা ধরনের প্লেট
কাচের বড় প্লেট টেবিলের একেবারে সামনে রেখে, আশপাশে প্রয়োজন অনুযায়ী অন্যান্য ছোট বাটি সাজিয়ে রাখুন। তবে কোনও জিনিসই সোজা করে রাখবেন না। খেতে বসার আগে পর্যন্ত তা উল্টে রাখাই ভালো। প্লেট যদি সোজা করে রাখতেই হয়, সে ক্ষেত্রে তার উপর কাপড়ের ন্যাপকিন রাখা যেতে পারে।

৩. টেবিলে মধ্যমণি
বড় টেবিলের একেবারে মাঝে কী রাখছেন, তা-ও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই টেবিলের মাঝে ফুল দিয়ে সাজানো সুন্দর ফুলদানি রাখেন। কেউ আবার মোমদানি রাখতে পছন্দ করেন। যা-ই রাখুন না কেন, তা যেন পরিবেশের সঙ্গে মানানসই হয়।

৪. কার সঙ্গে কী রাখবেন
টেবিলে কার সঙ্গে কী রাখবেন, তা নির্বাচন করার আগে জানতে হবে মেনু। কী ধরনের খাবার অতিথিদের পরিবেশন করবেন, সেই অনুযায়ী চামচ, কাঁটা, ছুরি সাজিয়ে রাখতে হবে।

৫. কাচের পাত্র
কাচের পাত্র মানে শুধু প্লেট নয়। তার সঙ্গে ছোট-বড় নানা মাপের বাটি, সার্ভিং বোল থাকে। কী ধরনের খাবার কোন বাটিতে রাখা যায়, সে সব জেনে নিয়ে তবেই টেবিল সাজান। সঙ্গে কাচের গ্লাস এবং পানীয়ের পাত্রও রাখা যেতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION