শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
আরও একটি অবিশ্বাস্য, অবিস্মরণীয় জয়। জয়টা ধরা দিলো আবার টেস্টে। লাল বলে টাইগাররা প্রথমবার সাউদি-লাথামদের হারিয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে- মাউন্ট মঙ্গানুইয়ে। সেই পুরনো সুখস্মৃতি ফিরিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ১৫০ রানে জিতল এবার সিলেটে। টেস্টে কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। লাল বলে নিজেদের দেশের মাটিতে এই প্রথম কিউইদের হারানোর ইতিহাস গড়ল শান্ত-মিরাজরা।
দুর্দান্ত এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়়াবে ৬ ডিসেম্বর মিরপুরে।
তাইজুলের ঘূর্ণিতে জয়ের মঞ্চ তৈরি হয় চতুর্থ দিনেই। তবে বাকি আনুষ্ঠানিকতা সারলো বাংলাদেশ পঞ্চম ও শেষ দিনের সকালের সেশনে। তাইজুল দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৬ উইকেট। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তারকা স্পিনার ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন তাইজুল।
শেষ দিনে টাইগারদের জয়ের জন্য দরকার ছিল ৩ উইকেট। আর অতিথি কিউইদের প্রয়োজন ছিল ২১৯ রান। ৩৩২ রানের টার্গেট ছোঁয়ার লক্ষ্যে নিউজিল্যান্ড পঞ্চম দিনের সকালে ব্যাট করতে নামে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান নিয়ে। শেষ দিকে এসে লড়াই জমানোর চেষ্টা করে ব্ল্যাক ক্যাপস শিবির। তবে তাইজুলের স্পিনে ৬৮ রানের বেশি তুলতে পারেননি সাউদিরা। অতিথিরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৮১ রানে।
যার ওপর ভরসা রেখে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। সেই ড্যারিল মিচেল ফিফটি হাঁকিয়েই ফেরেন। ব্যক্তিগত ইনিংস আর বড় করা হয়নি তার। আগের দিনের ব্যক্তিগত ৪৪ রানের সঙ্গে আজ যোগ করেন মাত্র ১৪ রান। যে কারণে লড়াই ঠিক সেভাবে জমেনি। ১২০ বলে ৭ বাউন্ডারিতে ৫৮ রান করতেই ড্যারিলকে ফেরান নাঈম হাসান। পরের দুই উইকেট টিম সাউদি (৩৪) ও ইশ সোধিকে (২২) পরাস্ত করেন তাইজুল। আগের দিন অপরাজিত থাকা সোধি ১৫ রান করেই থামেন তাইজুলের বলে জাকির হাসানের তালুবন্দি হয়ে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট
সংক্ষিপ্ত স্কোর:
আরও পড়ুনঅস্ট্রেলিয়াকে সিরিজে হারাল ভারত
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০/১০।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩১৭/১০।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৩৮/১০।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৩২, আগের দিন ১১৩/৭) ১৮১/১০, ৭১.১ ওভার (মিচেল ৫৮, সোধি ২২, সাউদি ৩৪, এজাজ ০*; তাইজুল ৬/৭৫, নাঈম ২/৪০, শরিফুল ১/১৩, মিরাজ ১/৪৪)।
ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।
ম্যাচসেরা: তাইজুল ইসলাম।