শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সাফল্য বলতে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়। তাসমান পাড়ের দেশটিতে বাদবাকি সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া নাজমুল হোসেন শান্তর লক্ষ্য সিরিজ জেতা।
অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশ দলকে সেভাবে আতিথেয়তা না দিলেও নিউজিল্যান্ড প্রায়ই তাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়। গত ছয় বছরে বাংলাদেশ দল চারবার নিউজিল্যান্ডে গেছে। তবে নিয়মিত সফর করেও সাফল্য নেই বাংলাদেশের। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছিল। এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে নিউজিল্যান্ডের মাঠে ৩৬ ম্যাচ খেলে বাংলাদেশ ৩৫টিতেই হেরেছে। বাংলাদেশের কোনও সিরিজ জেতা হয়নি নিউজিল্যান্ডের মাঠে। এবার অবশ্য শান্ত হতাশার অতীত পাল্টাতে চান।
রবিবার ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এজন্য ঐতিহ্যের দিকে নজর দিয়েছে নিউজিল্যান্ড। ডানেডিনের আইকনিক রেল স্টেশনে এদিন দুই দলের অধিনায়ক ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন।
তারপর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন লক্ষ্যের কথা, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’
পুরোনো পরিসংখ্যান মনে করিয়ে দিতেই শান্ত জানিয়েছেন, এবার তারা নতুন ইতিহাস গড়তে চান, ‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে। আমরা বেশিরভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারবো।’
মূল সিরিজের আগে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর পুরো দল উজ্জীবিত বলছেন শান্ত, ‘ছেলেরা কাল খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
রবিবার ভোরে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। ২০ ওভারের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।
ভয়েস/জেইউ।