শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা দুই রক্ষীও নিহত হন।
স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নিহত কাতাইব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারের নাম আবু বাকির আল সাদি।
পেন্টাগন দাবি জানিয়েছে যে, ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলা পরিচালনার জন্য নিহত কমান্ডার সাদি দায়ী ছিলেন। এছাড়া সম্প্রতি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার সাথে এই গোষ্ঠীটি যুক্ত বলে দাবি জানানো হয়েছে। গত মাসের সেই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।
বুধবার রাতে বাগদাদের মাশতাল এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলাটি করা হয়। হামলায় সাদিকে বহনকৃত গাড়িটি একটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এতে করে গাড়িতে থাকা তিনজনই মারা যান।
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাসগাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস
হামলার পড়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘এই হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি।‘
মার্কিন ড্রোন হামলার পর সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের ‘যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শয়তান’ বলে স্লোগান দিতে শোনা যায়। পরে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাস্থলে সোয়াত দল পাঠায়।
ভয়েস/আআ