শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাফাহ শহরে দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:
হামাস-ইসরায়েলের যুদ্ধের পর দক্ষিণ গাজার শহর রাফাহতে আশ্রয় নিয়েছে গাজা উপত্যকার অধিকাংশ ফিলিস্তিনি। তবে কয়েকদিন ধরেই এই শহরটিতেও স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছিল ইসরায়েল।

স্থল অভিযানের পরিকল্পনার মধ্যেই এবার রাফাহ শহর থেকে দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায় যে, রাফাহ শহরে ইসরায়েলি পুলিশ একটি রাতভর যৌথ অভিযানের সময়, কিবুতজ নির ইতজাক থেকে ফার্নান্দো সাইমন মারমান (৬০) ) এবং লুই হার (৭০) নামের দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

গাজায় জাতিসংঘের দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেলগাজায় জাতিসংঘের দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল
আইডিএফ জানিয়েছে যে উদ্ধারপ্রাপ্ত জিম্মিদের চিকিৎসার এবং মেডিকেল পরীক্ষার জন্য তেল হাসমোরের সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তারা দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে বলে জানালেও বিস্তারিত কিছু জানায়নি দেশটি।

এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল যে রাফাহ শহর ইসরায়েলের হামলার শিকার হয়েছে এবং হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা রাফাহতে অভিযানের কোনো বিবরণ দেননি, তবে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, “আমরা যেকোন উপায়ে অপহৃতদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পালন করতে থাকব।”

রাফাহতে ইসরায়েলি উদ্ধার অভিযানের কিছুক্ষণ পরেই প্রত্যক্ষদর্শীরা শহরের উত্তর এবং কেন্দ্রে কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলার কথা জানিয়েছে।

তবে রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত আক্রমণ পরিচালনার বিরুদ্ধে সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। কারণ যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৫ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই গাজা থেকে পালিয়ে এসেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION