শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। জাপানের ফুকুশিমা অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে এই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি দেশটিতে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার (প্রায় ২০ মাইল)। এমনকি রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ত্রাণকর্মীদের পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করছে ইসরায়েলত্রাণকর্মীদের পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করছে ইসরায়েল
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিল ৪০ দশমিক ১ কিলোমিটার।তবে এখনো পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে টেকটোনিক সক্রিয় দেশগুলোর মধ্যে একটি জাপান। দেশটিতে প্রায়শই ছোট বড় ভূমিকম্প আঘাত হানে।
ভয়েস/আআ