শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ডাকাতদলের হামলায় পিতা-পুত্র নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান কক্সবাজার ভয়েসকে জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পৌছে। মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভয়েস/আআ