শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় আবারও পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। পাহাড় ধ্বসে ঘর বিধ্বস্ত হলে মাটি চাপায় এক শিশু সহ দুজন নিহত হয়েছে।
আজ বুধবার ভোরে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক এবং বালুখালী এলাকায় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা এফ ওয়ান ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম। অপর দিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
অপর দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড়ের মাটি চাপায় এক শিশু নিহত হয়েছে।
সপ্তাহ ধরে কক্সবাজার জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সাগরে লঘুচাপে মেঘমালা সৃষ্টি হওয়ায় আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র উপকূলকে তিন নম্বর স্হানীয় সতর্কতা সংকেত জারি করেছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সাগরে গোসল করতে সতর্কতা জারী করেছে জেলা প্রশাসন।
গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধ্বসে ২ জন বাংলাদেশী স্হানীয় বাসিন্দা এবং ৮ রোহিঙ্গা নিহত হয়।
ভয়েস/আআ