সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশকে নিয়ে ভারতের এত সতর্কতা এবারের আগে কখনো দেখা যায়নি। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্টে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাসটাই ভারতকে ভয় দেখাচ্ছে বাংলাদেশ। তাই উত্তরসূরিদের নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
ভারতীয় দৈনিক মিড ডের এক কলামে এমনটিই লিখেছেন গাভাস্কার।
ভারতীয় কিংবদন্তি জানিয়েছেন, বাংলাদেশের এই দলকে অবশ্যই গোনায় ধরতে হবে। নিজের কলামে লিখেছেন,‘পাকিস্তানকে তাদের মাঠে উভয় (২) টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে গোনায় ধরার মতো দল তারা। এমনকি ২ বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিল ভারত তখন তারা কঠিন লড়াই করেছিল। পাকিস্তানে পাওয়া সিরিজ জয় ভারতের বিপক্ষে লড়াই জমাতে সহায়তা করবে।
’
কয়েকজন দুর্দান্ত খেলোয়াড়ের কারণে যে বাংলাদেশের শক্তি বেড়েছে সেটিও মনে করে দিয়েছেন গাভাস্কার। তিনি লিখেছেন, ‘তাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন। আবার কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটার এসেছেন, যারা আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিপক্ষদের দেখে ভীত হন না। এখন তাদের বিপক্ষে যারাই খেলছে তারা জানে যে দলটি এক মুহূর্তের জন্যও ছেড়ে কথা বলে না।
পাকিস্তানও এটা টের পেয়েছে। নিশ্চিত, এটা একটা দেখার মতো সিরিজ হতে যাচ্ছে।’
টেস্টে বাংলাদেশ যে এখন পুরনো খোলসে নেই সেটাই যেন উত্তরসূরিদের সিরিজ শুরুর আগে মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার। বাংলাদেশের এই দলকে তো সেরা টেস্ট দল হিসেবে মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। অবশ্য গাভাস্কার-হার্শা সতর্কতার কথা বললেও সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিক জানিয়েছেন, ভারতের জয়ে বাংলাদেশ কোনো বাধা হতে পারবে না।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে দুই টেস্টের সিরিজ শুরু হবে। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।
ভয়েস/জেইউ।