শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজারে “মেরিকালচারের আওতায় গ্রীন মাসেল,সী- উইড, আর্টিমিয়া, ওয়েস্টার, ভেটকি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি” র্শীষক উদ্যোগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত আইডিএফ ট্রেনিং সেন্টার এ ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর অথার্য়নে এবং আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর বাস্তবায়নে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) এর বিশেষায়িত উদ্যোগ “মেরিকালচারের আওতায় গ্রীন মাসেল, সী উইড, আর্টিমিয়া, ওয়েস্টার, ভেটকি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি” র্শীষক উদ্যোগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, আইডিএফ এর মাননীয় নির্বাহী পরিচালক জহিরুল আলম, প্রতিষ্টাতা সদস্য শহীদুল আমিন চৌধুরী , পিকেএসএফ এর ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান, উপ ব্যবস্থাপক সুজন খান , কক্সবাজার সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান , বিএফআরআই, বিওআরআই ও কক্সবাজারস্থ সিভাসু গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ এবং আইডিএফ গর্ভনিং বডির সদস্য বৃন্দ, আইডিএফ এর সমন্বিত কৃষি ইউনিট এর ফোকাল পার্সন শাহ আলম, কৃষিবিদ আজমারুল হক, মৎস্যবিদ মাহমুদুল হাসান, মুহাম্মদ হাসান ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা জাকিরুল ইসলাম, কক্সবজার এরিয়ার তিনটি শাখার সহকর্মীবৃন্দ এবং সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন এরিয়া ব্যবস্থাপক ফারহান উদ্দীন চৌধুরী।
উক্ত কর্মশালায় কক্সবাজার জেলায় আইডিএফ কতৃর্ক বাস্তবায়িত বিগত অর্থবছরের মেরিকালচারের বিভিন্ন কাযর্ক্রম প্রেজেনটেশনের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। পরিশেষে উন্মুক্ত আলোচনা এবং মাননীয় নির্বাহী পরিচালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা সমাপ্ত কর হয়। উক্ত উদ্যোগ বাস্তবায়নে মাননীয় নির্বাহী পরিচালক সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।
ভয়েস/আআ