বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সহঅধিনায়ক নাহিদা আক্তারের অন্যরকত সেঞ্চুরির দিনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। জ্যোতি খেলেন নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর নাহিদা আজ শিকার করেন শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট।
স্কটল্যান্ড দলটির ব্যাটিং স্তম্ভ হলেন দুই ব্রাইস বোন, ক্যাথরিন ও সারাহ। পাওয়ার প্লে শেষ ওভারে মারুফা আক্তার যখন ক্যাথরিনকে ফেরালেন তখনই অনেকটা স্বস্তি নেমে আসে বাংলাদেশ তাবুতে। অন্য প্রান্তে শেষ পর্যন্ত টিকে থেকে লড়ে গেলেও বাংলাদেশি বোলারদের চমৎকার নিয়ন্ত্রিত বোলিং স্কটিশদের বেঁধে রাখে গণ্ডির মাঝে।
১১৯ রান কি ১০ বছরের অপেক্ষা ঘোঁচাবে!১১৯ রান কি ১০ বছরের অপেক্ষা ঘোঁচাবে!
তাতে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশ বছর পর আবার এ বৈশ্বিক আসরটিতে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১১৯ রান করে। জবাবে ৭ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।
টি ২০ বিশ্বকাপ শুরু: নিগারের ‘সেঞ্চুরি’ ম্যাচে নেহারের অভিষেকটি ২০ বিশ্বকাপ শুরু: নিগারের ‘সেঞ্চুরি’ ম্যাচে নেহারের অভিষেক
ম্যাচে রিতু মণি নিয়েছেন ১৫ রানে ২ উইকেট। এছাড়া মারুফা, নাহিদা, ফাহিমা ও রাবেয়া- প্রতেক্যের শিকার একটি করে উইকেট। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৯ রান এসেছে সারাহ ব্রাইসের ব্যাটে। এছাড়া ক্যাথরিন ও অ্যালিসা লিসটার ১১ রান করেন।
ভয়েস/আআ