মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ম্যাচের শুরুর তিন মিনিটের মধ্যেই বার্সেলোনার জালে বল জড়ায় রেডস্টার বেলগ্রেড। যদিও অফসাইডে গোলটি বাতিল হয়, এই শুরুর ধাক্কায় যেন কিছুটা চাপে পড়ে যায় বার্সেলোনা। প্রথম আধা ঘণ্টায় একবার এগিয়ে গেলেও সমতায় ফিরতে হয়, পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে আসতে সময় লাগে তাদের।
তবে বিরতির আগে এবং পরে নিজেদের চেনা রূপে ফেরে হান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে রেডস্টার বেলগ্রেডের জালে পাঁচ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সার্বিয়ান ক্লাব বেলগ্রেডও বেশ প্রতিরোধ গড়েছিল, কিন্তু ৫-২ গোলের বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
অন্যদিকে, ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির জন্য। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বার্সেলোনা প্রথম গোল পায় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি-কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা ফিরিয়ে আনে রেডস্টার বেলগ্রেড।
বিরতির আগে ৪৩তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার বাড়ানো বল ধরে ব্যবধান ৩-১ করার সুযোগ পান পোলিশ তারকা। কিন্তু তিনি অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে পাঠান। তবে বেশিক্ষণ আক্ষেপ করতে হয়নি, ৫৩তম মিনিটে জুলস কুন্দের পাস থেকে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডফস্কি। এ গোলটি ছিল উয়েফার প্রতিযোগিতায় বার্সেলোনার ৭০০তম।
এরপর বার্সেলোনা আরও দুটি গোল পায় জুলস কুন্দের সহায়তায়। এই ফরাসি রাইট ব্যাকের অ্যাসিস্টে ৫৫তম মিনিটে গোল করেন রাফিনিয়া এবং ৭৪তম মিনিটে ফারমিন লোপেজ। ৫-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৮৪তম মিনিটে মিলসনের সৌজন্যে একটি গোল শোধ করে রেডস্টার বেলগ্রেড। যদিও শেষ দিকে লোপেজ একটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বড় হতো।
মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বার্সেলোনা টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় উঠে এসেছে ছয়ে। ৩৬ দলের মধ্যে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল।
এদিকে, প্যারিসে আতলেতিকোর কাছে হেরে ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজি প্রথমে এগিয়ে যায়। তবে চার মিনিট পরেই নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো।
প্রথম ১৮ মিনিটেই ১-১ সমতা তৈরি হয়ে যাওয়ার পর ম্যাচের নব্বই মিনিট পেরিয়ে যায়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি প্রায় নিশ্চিত হয়ে আসার সময়, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ মুহূর্তে আক্রমণে গিয়ে আতলেতিকোর জন্য জয়সূচক গোলটি করেন আনহেল কোরেয়া। নাটকীয় এই জয়ে তিন পয়েন্ট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এরপরও খুব একটা স্বস্তিতে নেই দিয়েগো সিমিওনের দল। চার ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে এখন ৩৬ দলের মধ্যে ২৩ নম্বরে রয়েছে আতলেতিকো।
ভয়েস/আআ