বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
মো. সেলিম, মহেশখালী:
মহেশখালীতে সাগরে কুড়িয়ে পাওয়া বোতলের ভিতরে থাকা কেমিক্যালকে মদ ভেবে পান করে মীর আহমদ (৪৫)একজনের মৃত্যু হয়েছে। এতে বেশ কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত ২০ নভেম্বর বুধবার রাতে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের কুলাল পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন জানান,আমার এলাকার কিছু জেলে মাছ ধরার জন্য গভীর সাগরে যায়। সেখানে তারা একটি ভাসা বোতল দেখতে পায়। পরে সেটি তারা মদের বোতল ভেবে নিয়ে আসে। ২০ বুধবার রাতে ১০-১২ লোকের একটি দল সেটি নিয়ে পার্টি করে, সেই বোতলটিতে থাকা কেমিক্যাল তারা পান করে। এতে তৎখনাৎ কিছু ব্যাক্তি অসুস্থ হয়ে পড়ে,পরে তাদের স্থানীয় হাস্পাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৪জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মীর আহমদ (৪৫)নামের এক জনের মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাস্পাতালে আইসিইউতে থাকা শহিদুল্লাহর পারিবারিক সুত্রে জানাযায়,শহিদুল্লাহ একজন মহেশখালী খাদ্য গুদামের দিন মজুর। তাকে কিছু মানুষ পার্টি আছে বলে ডেকে নিয়ে যায়।সেখানে তাকে মদ বলে কেমিক্যাল পান করায়। তিনি এখন আইসিইউতে আছে। ঝুঁকিতে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যাতে তিনি বেঁচে যায়।
চট্রগ্রাম মেডিকেলে রেফার করা মৃত আবুল কালামের পুত্র আবু সোলতানের স্বজনরা বলেন,তারা মদ ভেবে কেমিক্যাল নিয়ে পার্টি করছিল। সেখানে কেমিক্যাল খেয়ে অসুস্থ হয়ে পড়েন,আবু সোলতানকে সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি, সেখান থেকে কক্সবাজার মেডিকেলে রেফার করা হয়। রোগীর অবস্থা আশংকাজনক হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। তিনি এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই আশংকাজনক।
হাফিজ উল্লাহ ভেট্ট্যার মা জানান, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে চিকিৎসা করতে পারছিনা।এখন হাস্পাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়া কলিম উল্লাহর অবস্থাও আশংকাজনক। তিনি কক্সবাজার সদর হাস্পাতালে চিকিৎসাধীন আছেন।
কেমিক্যাল পান করা রোগী নজরুল। তিনি বর্তমানে মহেশখালী হাস্পাতালে চিকিৎসাধীন আছেন।নজরুল বলেন,১০-১২ জনের একটি দল পার্টি করি। সেখানে একটি বোতল নিয়ে আসা হয়। সেটি মদের বোতল মনে করে আমরা খেতে থাকি। এতে যারা বেশি পান করছে তারা তৎক্ষনাৎ চিকিৎসার দিতে থাকে, এসব দেখে তাদের হাস্পাতালে নিয়ে আসা হয়। যারা কম পান করেছে তাদের একটু পর একশন শুরু হয়।
তার শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আমি কম খেয়েছি। তারপর আমার গলা এবং পেঠে প্রচণ্ড ব্যাথা আছে।এখন চিকিৎসা নিচ্ছি।জানি না কি হয়। খুবই কষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, আমাদের এলাকার কিছু মানুষ সাগরে একটা বোতল পেয়েছে,সেটি তারা নিয়ে এসে পার্টি করেছে। মুলত বোতলটি কেমিক্যাল থাকায় ১জনের মৃত্যু হয়েছে,কয়েকজনে অবস্থাও খারাপ যেকোনো সময় মৃত্যু হতে পারে। অন্যদিকে কিছু মানুষ লজ্জায় গোপনে চিকিৎসা নিচ্ছে।
ভয়েস/জেইউ।