বুধবার, ২৫ Jun ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জনকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে কলেরা রোগীর সংখ্যা। এ পরিস্থিতিতে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে জেলার ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জন স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। এর মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৯৯৭ জন এবং রোহিঙ্গা ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া উপজেলার সব ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩ নং ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পুরাতন ১ নং ওয়ার্ডের এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে।

ক্যাম্পেইন কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠী: ২৭৩টি টিমে কাজ করবে ৭৪৪ জন স্বেচ্ছাসেবক। প্রতিদিন কমপক্ষে ৩০০ জনকে টিকা খাওয়ানো হবে।

রোহিঙ্গা ক্যাম্প: ১৬০৫টি টিমের ৩২১০ জন স্বেচ্ছাসেবক। তারা প্রতিদিন ৩০টি বাড়ি পরিদর্শন করে টিকা খাওয়াবে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফয়সাল মাহমুদ এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION