বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
ভয়েস ডেস্ক:
পৃথিবীর বিভিন্ন দেশে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে এনেছেন বাংলাদেশের অনেক খুদে হাফেজ। ইতিমধ্যে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ সুনাম কুড়িয়েছেন এবং বারবার দেশের মুখ উজ্জ্বল করেছেন। সেই ধারাবাহিতায় বিদেশের মাটিতে এবার দেশের মুখ উজ্জ্বল করলেন হাফেজ তাওহিদুল ইসলাম। সম্প্রতি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ তাওহিদুল ইসলাম। তিনি তানযিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র। গত রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টায় আলজেরিয়ার বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি দেশের কোরআনের হাফেজ অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উত্তরার তানযিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় শতাধিক কোরআনের হাফেজকে পেছনে ফেলে আলজেরিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। হাফেজ তাওহিদুল ইসলামের এমন সাফল্যে কৃতজ্ঞতা জানিয়েছে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন। সেই সঙ্গে হাফেজ তাওহিদের বাবা-মা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযিমুল উম্মাহ পরিবার।
উল্লেখ্য, আলজেরিয়া প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘানার প্রতিযোগী আবদুস সামাদ আদম। আর তৃতীয় হয়েছেন লিবিয়ার মাহমুদ আবু ঘারারা।
আলজেরিয়া প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেশটির ধর্ম বিষয়ক ও অনুদান মন্ত্রী ইউসুফ বেলমেহদির সভাপতিত্ব করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ হাসানৌনি। এছাড়া সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ