শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
মাওলানা মনিরুজ্জামান:
ইবাদত হিসেবে রোজা ফরজ। রোজা পালনের ক্ষেত্রে সাহরি ও ইফতারও গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোজার নিয়তও জরুরি। তবে এক্ষেত্রে রোজা রাখার উদ্দেশে ঘুম থেকে ওঠা এবং সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। মূলত মনের ইচ্ছাই হলো নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। (আলবাহরুর রায়েক ২/৪৫২)
রোজার প্রচলিত নিয়ত : আমাদের দেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ আছে, যা মানুষ মুখে পড়ে থাকেন। এটি হাদিস ও ফিকহের কোনো কিতাবে বর্ণিত হয়নি। তবে কেউ চাইলে পড়তে পারেন। জেনে রাখা ভালো, নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ। প্রচলিত আরবি নিয়তের উচ্চরণ, ‘নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক, ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।’ অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া : ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা, ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’ অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
(আবু দাউদ)
ভয়েস/আআ