বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শহর গ্রামে বেড়েছে চোরের উপদ্রব মহেশখালীর সব্বির আহমেদ, আব্দুল জলিল ও মৌলানা ইলিয়াসের মৃত্যুতে ডক্টর হামিদুর রহমান আযাদের শোক হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণে না নেয়ার ইঙ্গিত সিইসির এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তিকারী মেকানিক রেজাউল বরখাস্ত হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত টানা বৃষ্টিতে কক্সবাজারে অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা: দুর্ভোগে লক্ষাধিক মানুষ সময় থাকতে যত্ন নিন দাঁতের

হোয়াইট হাউসের ধন্যবাদ পেল পাকিস্তানের সেনাপ্রধান

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ক্যারোলিন লিভিট বলেন, ‘নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার এই মনোনয়নই প্রমাণ করে যে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তপূর্ণ কূটনৈতিক হস্তক্ষেপ করেছিলেন, তাকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান।’

গত এপ্রিলের শেষ দিকে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে জঙ্গি হামলা এবং ২৫ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা (লেট) এবং জইশ ই মোহাম্মদ (জেম) এর ঘাঁটি এলাকাগুলোতে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান অভিযান চালায় ভারত। এই অভিযানের দু’দিন পর ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান।

দু’পক্ষের এই পাল্টাপাল্টি সংঘাত আরও গুরুতর হয়ে ওঠার আগেই সেখানে হস্তক্ষেপ করেন ডোনাল্ড ট্রাম্প এবং মূলত তার প্রচেষ্টাতেই যুদ্ধবিরতিতে সম্মত হয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ।

গত জুন মাসে পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেন ট্রাম্প। সেই নিমন্ত্রণ পেয়ে ২১ জুন হোয়াইট হাউসে যান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ করেন। এর পর দেশে ফিরে তিনি বলেন, বৈশ্বিক শান্তিতে অবদান রাখার জন্য ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিতে নোবেলের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের জন্য লিখিতভাবে সুপারিশ পাঠিয়েছে ইসলামাবাদ।

সেই সূত্র ধরেই আজ পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন ক্যারেলিন লিভিট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION