রবিবার, ২৭ Jul ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
এম তারেকুর রহমান, মহেশখালী:
মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহফুজুল হক।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এমসিএইচফি মেডিকেল অফিসার ডাঃ সৈকত বড়ুয়া’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। পরিবার পরিকল্পনা পরিদর্শক মকছুদুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী।
ভয়েস / জেইউ।