বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরুর দিকে জুটি হয়ে অনেক কাজ করেছেন আরিফিন শুভ ও লাক্সতারকা আফসান আরা বিন্দু। কাজের সুবাদে তাদের মধ্যে এক ধরনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায় শোবিজে। তবে একটা সময় তাদের সেই প্রেম ভেঙেও যায়। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই প্রেম ও বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বললেন বিন্দু নিজেই।
শহীদ ওসমান হাদির হ*ত্যার বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশশহীদ ওসমান হাদির হ*ত্যার বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ
সাম্প্রতিক এক পডকাস্টে প্রথমবারের মতো শুভর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। পডকাস্টে সঞ্চালকের প্রশ্নে কিছুটা বিব্রতবোধ করলেও বিন্দু বলেন, কেন সম্পর্কটি ভেঙে গেছে তার স্পষ্ট কোনো উত্তর আজও তার কাছে নেই। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা তখন খুব ছোট ছিলাম, কাজ নিয়েই ডুবে থাকতাম। দুজন মানুষের পথ যে একই জায়গায় গিয়ে শেষ হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই। আমরা কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম, এর বাইরে ভাবার সুযোগই ছিল না।’
শহীদ ওসমান হাদির হ*ত্যার বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশশহীদ ওসমান হাদির হ*ত্যার বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ
সর্বশেষ ওয়েবফিল্ম ‘উনিশ২০’-এ একসঙ্গে কাজ করেছেন শুভ ও বিন্দু। তাদের সেই কাজটি দর্শকের মন ছুঁয়েছে।
ভয়েস/আআ