বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, যারা নানান অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। বেগম জিয়াই পরামর্শ দিয়েছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সহজ করতে।
বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।
তবে নির্বাচন নিয়ে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীরা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শক্তি নয়।
ভয়েস/আআ